প্রেমিকাকে বিয়ে করতে বাধা দেয় পরিবারের লোকজনেরা। এই অবসাদে আত্মঘাতী হলেন প্রেমিক। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার অন্তর্গত বিদবিহারের বেতা এলাকায়। প্রেমিকাকে বিয়ে করতে না পেরে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন যুবক। পুজোর মরশুমে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। মৃত যুবক বছর ২৫ এর মিলন ডোম। সূত্র মারফত জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল মিলনের। সেই সম্পর্কের পরিণতিতে বাধা হয়ে দাঁড়ায় তাদের পরিবার। সেই অবসাদেই এই দুর্ঘটনা বলে জানা গেছে। বুধবার সকালে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ওই যুবকের ঝুলন্ত দেহ। পাশে থাকার সুসাইড নোটে লেখা আছে – আমি যাকে ভালবাসতাম তাকে বিয়ে করতে চেয়েছিলাম…. বেঁচে থেকে লাভ নেই। আজ আমি পৃথিবী ছেড়ে চললাম।’ এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ। যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।