পুজোর মরশুম আসানসোল স্টেশন থেকে উদ্ধার প্রচুর বেআইনি মদ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তদন্তে নামে আসানসোলের সিআইবি টিম। অবৈধ মদ পাচারের তদন্তে বড়সড় সাফল্য পেল আসানসোলের সিআইবি টিম। সোমবার রাতে রেল পুলিশের সহযোগিতায় আসানসোল রেল স্টেশনে বিশেষ অভিযান চালায় সিআইবিটিম। আর এই অভিযানেই ঊদ্ধার হয় প্রচুর দেশি বিদেশি বেআইনি মদ। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃত যুবক বছর একুশের দেব কুমার। সে বিহারের সমস্তিপুরের বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর ওই বিপুল পরিমাণ মদ অবৈধভাবে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আর কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।