আদানি ইস্যুতে কেন্দ্রকে নিশানা ঋতব্রতর। মুনাফা পাইয়ে দিতেই কাজ করছেন প্রধানমন্ত্রী বলে মোদি সরকারকে এক হাত নিলেন তিনি। এদিন দুর্গাপুরের শ্রমিকদের সভায় দেশের বিজেপি সরকার এবং দেশের প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী আদানির সংস্থার ঘরে লাভ তুলে দিতে কোটি কোটি ডলারের কয়লা আমদানি করেছিল । মোদী হ্যায় তো সব মুমকিন হ্যায় বলে তিনি বলেন বিজেপির অমৃতকাল চলছে আর দেশের কত মানুষ খিদে নিয়ে ঘুমাতে যায় তার আন্তর্জার্তিক রিপোর্ট বলছে প্রধানমন্ত্রীর অমৃতকালের দেশ আজ ১১১ নম্বরে । আর শুভেন্দু অধিকারীরা প্রচার করছেন দেশ নাকি এগিয়ে যাচ্ছে । তিনি কটাক্ষ করে বলেন বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে আছে আর বিজেপি বলছে এটা নাকি ভারতকে ছোট করে দেখানোর জন্য প্রকাশ করা হয়েছে । ভারত – ইউরোপ করিডোরের গল্প প্রধানমন্ত্রী ঘোষনা করেছিলেন সেই টাকা কে দেবে , কোথায় ডিটেইলস সেসবের ঠিকানা নেই কিন্তু গদী মিডিয়া বলছে মোদী হ্যায় মুমকিন হ্যায়। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে বিজেপি সরকার গরীব মানুষের খাবার কেড়ে নিয়েছে। এদিন রাজ্য আইএনটিটিইউসি-র সভাপতি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক , দীপঙ্কর লাহা , সহ একাধিক শ্রমিক নেতৃত্ব।