শ্রমিক বিক্ষোভে উত্তাল DSP


শ্রমিক বিক্ষোভে উত্তাল DSP

কয়েকদফা ন্যায্য দাবী নিয়ে শুক্রবার থেকেই আন্দোলনে নামে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকেরা। এই আন্দোলনের ফলে দুই শ্রমিক নেতা সিটুর সীমন্ত চট্টোপাধ্যায় এবং এইচএমএসনেতা সুকান্ত রক্ষিতকে সাময়িক বরখাস্ত করে ইস্পাত কতৃপক্ষ । শুধু তাই নয় , দুই শ্রমিক নেতা সিটুর ললিত মিশ্র ও আইএনটিটিইউসি-র প্রশান্ত চৌধুরীকে শোকজ করা হয় । এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা । শ্রমিকদের অভিযোগ, তাদের দাবিদাওয়া ন্যায্য এবং ইস্পাত কতৃপক্ষ সেসব বিষয়ে সমাধান না করে বারবার শ্রমিক শোষণ করে চলেছে। সাত শ্রমিক সংগঠন একসাথে যৌথ আন্দোলনে নামলে তা বন্ধ করতে সাময়িক বরখাস্তের পন্থা নিচ্ছে কর্তৃপক্ষ বলে অভিযোগ। স্বৈরাচারী শাসন কায়েম করতে এই সাময়িক বরখাস্তের খাঁড়া ঝুলিয়েছেন বলেও জানান তারা। সাতটি ইউনিয়নের যৌথ আন্দোলনের জেরে ভয় পেয়েছে কারখানা কর্তৃপক্ষ এরফলেই এরকম জঘন্য অত্যাচার নামিয়ে আনছেন শ্রমিকদের উপরে এবং ন্যায্য দাবিও যাতে তুলতে না পারে তার জন্য ভয় দেখাতে শুরু করেছে ইস্পাত কতৃপক্ষ । সাত ইউনিয়নের যৌথ মঞ্চ দাবী, গতবারের থেকে এক পয়সাও বোনাস কম দেওয়া যাবে না । রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাটেন্ডেন্স সিস্টেমেরও তীব্র প্রতিবাদ জানান তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *