১লা নভেম্বর থেকে সিনেমা দেখানোর হুঁশিয়ারি অভিষেকের


‘সিনেমাটা ১লা নভেম্বরের পর থেকে দেখাব’ কেন্দ্রকে নিশানা করে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘গায়ের জোরে যদি কেউ বাংলার মানুষের টাকা আটকে রাখতে চেষ্টা করে, সে সফল হবে না’। ডায়মন্ড হারবারে পুজো জনসংযোগে গিয়ে কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বললেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, আমাকে ৬ মাস সময় দিন। আপনার টাকা আমরা আনব’। প্রসঙ্গত কিছুদিন আগে ১০০ দিনের কাজের বকেয়া টাকা বুঝে নিতে দিল্লি গিয়ে হেনস্থার মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য উচ্চনেতৃত্ব। কৃষি ভবনের সামনে ধরনায় বসেছিলেন কাকলি ঘোষদস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ অন্যান্যরা। সেখান থেকে ফিরে রাজভবন অভিযান প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , ‘৫ দিন ধরনা চলার পরে, ৯ তারিখ রাজ্যপাল আমাদের সময় দিয়েছিল। সেটা শুধুমাত্র ট্রেলার ছিল, সিনেমাটা আমরা ৩১ অক্টোবরের পর, ১ নভেম্বরের পর থেকে দেখাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *