কলকাতায় রামমন্দির উদ্বোধনে অমিত শাহ


রাম জন্মভূমিতে রামমন্দির তৈরি হওয়ার অনেক আগেই উত্তর কলকাতায় রামমন্দিরের উদ্বোধন হয়ে গেল। কলকাতায় রামমন্দির উদ্বোধনে শহরে এলেন অমিত শাহ। রামমন্দিরের আদলে তৈরি হয়েছে উত্তর কলকাতার এই পুজো মণ্ডপ। কলকাতায় এসে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কয়্যারের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দুর্গাপুজোর শুভকামনা সকলকে জানানোর পাশাপাশি তিনি বলেন – “আজ কোনও রাজনীতির কথা বলতে আসিনি। আমি আসব, রাজনীতির কথা বলব, পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গে এসে পরিবর্তনের কথা-ই বলব। বাংলায় সর্বশক্তি দিয়ে পরিবর্তন আনবই।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *