অপরাধ দমনে বড়োসড় সাফল্য ADPC-র


ঘর ভাড়া নিয়ে বসবাস দুষ্কৃতীদের। পুজোর মুখে অপরাধ দমনে বড়োসড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ।একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে দুই দাগী আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ভিন রাজ্য থেকে এসে রূপনারায়নপুরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতো কয়েক জনের এক দুষ্কৃতীর দল। যদিও এই দলের মূল পাণ্ডা পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যায়। তার খোঁজে চলছে জোরদার তল্লাশি। এদিন ধৃতদের কাছ থেকে একটি দেশি বন্ধুক ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এছাড়া উদ্ধার হয় প্রচুর পরিমাণে রেঞ্জ,বড় ওজন মেশিন,ট্যান্সার ব্লেট সহ আরো অনেক জিনিস পত্র। পুলিশের দাবি সম্প্রীতি রূপনারায়ণপুর রেলগেট সংলগ্ন পিঠাকেয়ারী রোডে প্রাচীন শিব মন্দিরের গ্রিল কেটে চুরির ঘটনায় জড়িত থাকতে পারে এই দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এনটিপিসি রোডে এক বাড়িতে বেশ কিছু যুবকের আনাগোনা রয়েছে এবং সেখানেই ঘর ভাড়া নিয়ে থাকছে জামতারার মিহিজামের বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী অভয় শর্মা এবং তার দলবল। এরপরই রূপনারায়াণপুর ফাঁড়ির আধিকারিক মইনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে হানা দেয় এবং বছর ২৩ এর বিশ্বজিৎ চক্রবর্তী ও ১৮ বছরের জয়ন্ত ধীবর নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। দুজনেই ঝাড়খণ্ডের জামতড়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। ধৃত দুজন দুষ্কৃতীকে আসানসোল আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *