তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির গুসকরায়


বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠেছে বাঙালি। চারদিকে সাজো সাজো রব। এই আনন্দ উৎসবের দিনেও কর্তব্যে অবিচল তৃণমূল কংগ্রেস। সামাজিক দায়বদ্ধতায় তারা আয়োজন করলেন রক্তদান শিবিরের। একদিকে যেমন ডেঙ্গি রাজ্যের বিভিন্ন প্রান্তে তার প্রভাব বিস্তার করে চলেছে তার মধ্যে ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। এইসব দুর্ঘটনা ছাড়াও প্রসূতি মহিলাদের রক্তের ঘাটতি মেটাতে উদ্যোগ নিলেন তারা। ‘শারদীয়ার অর্ঘ্য হোক রক্তদান’- এই মন্ত্রে উজ্জীবিত হয়েই পুজোর প্রাক্কালে এই অভিনব বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গুসকরা ১৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটি ও পূর্ব বর্ধমান জেলা ভলেন্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় সুশীলায় একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবির থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় মোট ৩৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে ২৭ জন এই প্রথমবার রক্তদান করে এবং একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিও ছিলেন। এই শিবিরে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবব্রত শ্যাম ও যুব সভাপতি কার্ত্তিক পাঁজা, গুসকরা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শিশির কুমার ঘোষ, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মাধব সাহা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা এবং আপন ওয়েলফেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *