এবারে “ইচ্ছেপূরণ” এর উদ্যোগে এই প্রথম ৫৪ ফুট ক্ষুদিরাম ময়দানে দেবী দশভুজার পুজোর আয়োজন করেছে৷ ইচ্ছে-পূরণ! সত্যি- সত্যিই তো, কেন ইচ্ছে পূরণ হবেনা এলাকাবাসীর। তারাও তো মাতৃপুজোর আনন্দ ভাগ করে নিতে চান পুরোপুরি। ক্ষুদিরাম মাঠে এবারে দুুর্গাপূজা হওয়া নিয়ে সবাই খুব খুশি। বিশাল মাঠ। হাত পা ছড়িয়ে বসতে পারবেন শহরের দর্শনার্থীরা। ক্লান্ত শরীর একটু জিরিয়ে নিতে পারবেন সহজেই। ইচ্ছে পূরণ এর সভাপতি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি তার কর্মী সমর্থক সহ এক বিশাল পরিবার নিয়ে মেতে উঠেছেন উঠেছেন মহামায়ার পুজোয়। বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তো প্রত্যেক দিনই। তবে অনেকে রাজনীতির গন্ধ খু়ঁজছেন এখানেও! আর রাজনীতি থাকবেই না কেন। মা তো সবাই লাল নীল সাদা সবুজ গেরুয়ার। সবার মা আর মাতৃপপুজোয় কোন ত্রুটি রাখতে চান না লক্ষণবাবু।