কামদুনি রায়ের তীব্র প্রতিবাদ পশ্চিম বর্ধমানেও। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের ডাকে এই মিছিল সংঘটিত হয়। সোমবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে কামদুনি গণধর্ষণ কান্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও অপদার্থ পুলিশের তদন্তে চরম গাফিলতির অভিযোগে এক পদ যাত্রার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধীদের বেকসুর খালাস করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা সংঘঠিত হয়। এদিন মিছিলটি দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিল্ডিং এর সামনে থেকে শুরু হয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত যায়। এরপর কংগ্রেস কর্মীরা দুর্গাপুর মহকুমা শাসকের অফিসের সামনে এক প্রতিবাদ সভা করেন। এই সভায় কামদুনি গণধর্ষণকারী অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলেন কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও নির্যাতিতার পরিবারের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে তার তীব্র নিন্দা করেন ।সেই সঙ্গে এদিন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এরপর দুর্গাপুরের মহাকুমা শাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন তারা।