সুইডেনে গবেষণারত ছাত্রীর বাড়িতে গেলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। সুইডেনে দুর্গাপুরের ছাত্রীর রহস্যমৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত রবিবার সুইডেনে দুর্গাপুরের ছাত্রীর রহস্যমৃত্যুতে শোরগোল পড়ে যায় শহরে। খুনের অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। সুইডেনে রাজ্যের মেধাবী গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুতে চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্গাপুরের বাসিন্দা ওই ছাত্রী সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেন। মৃত ছাত্রীর নাম রোশনি দাস। এলাকায় মেধাবী হিসাবে পরিচিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন থেকে পাড়া-প্রতিবেশীরা। পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রোশনির সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁদের। কিন্তু তার পর থেকে রোশনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর পর ১৩ অক্টোবর রোশনির মৃত্যু সংবাদ আসে। রোশনির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে মেরে ফেলা হয়েছে হয়েছে। এই ঘটনায় সুইডেনে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছে রোশনির পরিবার। রোশনির দেহ যাতে দেশে ফিরিয়ে আনা হয়, সেই দাবিও তোলা হয়েছে পরিবারের তরফে। সুইডেনে গবেষণারত ছাত্রীর রহস্যমৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী, পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি ৷ মৃতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার।