কলকাতার পাশাপাশি জেলায় জেলায় শুরু হয়েছে কার্নিভাল। এবছরও তার ব্যতিক্রম নয়। ইউনেস্কোর স্বীকৃতির সেই কার্নিভালের জৌলুষ বেড়েছে আরও। আর সেই লক্ষ্য নিয়েই কলকাতার রেড রোডের পাশাপাশি দুর্গাপুরেও শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। দুর্গাপুরবাসীর জন্য গত বছর থেকেই নতুন চমক এনেছে রাজ্য সরকার। শুধু ইস্পাত উৎপাদনই লক্ষ্য নয় লক্ষ্য প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখারও। কার্নিভালের প্রস্তুতি নিয়ে দুর্গাপুরের বৈঠক থেকে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, গত বছর কিছু ভুল ত্রুটির জন্য কার্নিভাল দেখতে এসে দর্শকদের কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছিল। সেই সমস্যা সমাধানের জন্য এই বছর বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্নিভাল দেখার জন্য দর্শকদের মন্ডপের দিকেই বসার ব্যবস্থা করা হবে। এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নোবালাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, মহকুমা শাসক ড: সৌরভ চট্টোপাধ্যায়, পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পুরপ্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। এই কার্নিভালকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেকারণে পর্যাপ্ত ভলেন্টিয়ার মোতায়েন করা হবে বলেও জানানো হয় এই বৈঠকে।