ড: এপিজে আব্দুল কালামের জন্মজয়ন্তী পালন দুর্গাপুরে


সাড়ম্বরে পালিত হল ড: এপিজে আবদুল কালামের জন্মবার্ষিকী। সারা দেশের নেয় দুর্গাপুরেও এই দিনটিকে স্মরণ রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের মিসাইল ম্যান তথা সফলতম রাষ্ট্রপতি ডা: এপিজে আবদুল কালামের ৯২ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল দুর্গাপুর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুর ইস্পাত নগরীর রবীন্দ্রভবনে। এর পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও ও দুস্থদের নতুন বস্ত্র প্রদানের একটি কর্মসূচির আয়োজন করেন তারা। এদিনের রক্তদান শিবিরের পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৫০ জন রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ, দু’নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর মানস রায়, আইএনটিটিইউসির সংগঠনের সম্পাদক আমিনুর রেহমান, দুর্গাপুর দু’নম্বর ব্লক এসটি এসসি ওবিসি সেলের সভাপতি অর্ণব মন্ডল, পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ অন্যান্যরা। সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুর সংখ্যালঘু সেলের এই উদ্যোগকে সাধুবাদ সকলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *