হাত ছেড়ে বুলেটে স্টান্ট অধীরের


Image Credit source: TV-9 Bangla

হাত ছেড়ে বুলেটে স্টান্ট অধীরের। রবিবার সাতসকালে বাইকে নিয়ে রাস্তায় স্টান্ট করতে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতিকে। হঠাৎ এমন ফুরফুরে মেজাজে বহরমপুরেরর রাস্তায় কেন নেমে পড়লেন অধীর? বলাইবাহুল্য, ৩৪ নম্বর জাতীয় সড়কের মেহেদীপুর থেকে বলরামপুর বাইপাস রাস্তার কাজ চলছিল দীর্ঘদিন থেকে। সদ্য একটি লেনের কাজ শেষ হয়েছে। পুজোর মরশুমে বহরমপুরবাসীকে নতুন উপহার দিতে শনিবার থেকেই খুলে দেওয়া হয়েছে সেই একটি লেন। সেখানেই এদিন বুলেট নিয়ে স্টান্ট করতে দেখা গেল অধীরকে। এদিন রাস্তাটির উদ্বোধনও করলেন তিনি। এই বাইপাস তৈরির ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াত আগের থেকে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই বাইপাস তৈরির ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াত করতে আগের থেকে অনেকটাই সুবিধা হবে মানুষজনের বলে মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *