মহালয়ার পুণ্যলগ্নে প্রকাশিত হল দুর্গাপুর প্রেস ক্লাবের নিজস্ব পত্রিকা ‘আলো’র শারদ সংখ্যা। শনিবার দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, দুর্গাপুরে মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যা রাখি তিওয়ারি, বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁই সহ অন্যান্যরা। আলোর পত্রিকার চতুর্থ সংখ্যার আত্মপ্রকাশ হল। দুর্গাপুরের বিভিন্ন লেখক লেখিকাদের লেখনীতে সমৃদ্ধ হয়েছে পত্রিকাটি। আলো এসে এভাবেই আলোয় ভরিয়ে তুলুক। শহর দুর্গাপুরের প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ শহরবাসীর।