আসানসোল স্যুটআউট কান্ডে গ্রেপ্তার সুপারি কিলার


স্যুটআউটের ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার সুপারী কিলার। বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের।আসানসোলের কুলটির শ্যুটআউটকাণ্ডের তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার এক। সূত্র মারফত জানা গেছে, ধৃত ব্যক্তি চিনাকুড়ির বাসিন্দা এম.ডি শামীম। বৃহস্পতিবার সকালে ধৃতকে আসানসোল আদালতে তোলা হয় । প্রাথমিক তদন্তে উঠে এসেছে সুদের টাকা কারবারের জেরেই সুপারি কিলার দিয়ে ব্যবসায়ী শম্ভুনাথ মিশ্রাকে খুন করা হয়েছে। খুনের ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার তদন্তে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে পুলিশ। প্রসঙ্গত বুধবার সাত সকালে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর মোড় এলাকায় স্থানীয় ব্যবসায়ী শম্ভুনাথ মিশ্রকে গুলি করে চম্পট দেস্ক্র দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শম্ভুনাথ মিশ্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রে জানা যায়, শম্ভুনাথ মিশ্রের মাথায় ও কোমরে গুলি লাগে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন দুষ্কৃতীরা শম্ভুনাথ মিশ্রকে লক্ষ্য করে প্রায় ছ’রাউন্ড গুলি চালিয়েছিল। শম্ভুনাথ মিশ্রের কোনো শত্রু ছিল কিনা তা এখনো জানা যায়নি। পরিবারের মতে শম্ভুনাথবাবু ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। যদিও স্থানীয় সূত্রে জানা যায়, সুদের কারবারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সে কারণেই তাকে কোন পুরনো শত্রুতার জেরে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দখতে তদন্তে নেমে এক সুপারি কিলারকে গ্রেফতার করে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *