বিশ্ববিখ্যাত পুতুল নাচের আসর শিল্পাঞ্চলে


বিশ্ববিখ্যাত পুতুল নাচের আসর শিল্পাঞ্চলে : হাতে আর বাকি কয়েকটা দিন, দেবিপক্ষের সূচনার সাথে সাথেই বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে । শিল্পাঞ্চলের আনাচে-কানাচে বিভিন্ন পূজো প্যান্ডেলে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাকে তুলির টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরাও। দুর্গাপূজোয় আনন্দ উন্মাদনের সাথে থাকে প্যান্ডেল গুলোতে থিমের হিড়িক। দর্শনার্থীদের মনোরঞ্জন করতে উদ্যোক্তাদের নিত্য নতুন ভাবনায় সেজে উঠছে মন্ডপ থেকে প্রতিমা। দুর্গাপুর শিল্পাঞ্চলের বিগ বাজেটের পুজো কমিটিগুলির মধ্যে অন্যতম হল মার্কনী দক্ষিণপল্লী পুজো কমিটি। প্রতিবছরেই তাদের পুজো মণ্ডপ ও প্রতিমায় থাকে নতুনত্বের ছোঁয়া। যা নজর কাড়ে রাজ্য সহ দেশ-বিদেশ থেকে আগত বহু দর্শনার্থীদের । ভিড় উপচে পড়ে পুজোর দিনগুলিতে। এবার মার্কনী দক্ষিণপল্লী পুজো কমিটি তাদের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত করতে চলেছে পৃথিবী বিখ্যাত পুতুল নাচের আসর।আজকের প্রজন্ম হয়তো জানেই না পুতুল নাচ কেমন হয়! হারিয়ে যাওয়ার মুখে গ্রাম বাংলার এই প্রাচীন শিল্প। এই পুতুল নাচকে আবার নতুন করে দর্শকদের সামনে তুলে ধরার এক অনবদ্য প্রচেষ্টা মার্কনী দক্ষিণপল্লী পুজো কমিটির। আগামী ১৭ই অক্টোবর মঙ্গলবার মার্কনী দক্ষিণপল্লী পুজোর মন্ডপে বসবে পৃথিবী বিখ্যাত পুতুল নাচের আসর। এবারের পুতুল নাচের গল্প হল ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’।একটা সময় গ্রাম বাংলায় বিনোদনের একমাত্র মাধ্যম ছিল কাঠ পুতুলের নাচ। কিন্তু আধুনিকতার দাপটে আজ প্রায় হারিয়ে গিয়েছে এই পুতুল নাচ। গ্রামের পুতুল নাচ শিল্পীদের জগৎজোড়া নাম ছিল। কিন্তু পুতুল নাচ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে গিয়েছে সেই শিল্পীদেরও কদর। বাংলার হারিয়ে যাওয়া এই শিল্পকে শিল্পাঞ্চলের মানুষকে স্বচক্ষে দেখার ব্যবস্থা করেছে এই পুজো কমিটি। অভিনব ভাবনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামর শিল্পাঞ্চলবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *