যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে দুর্গাপুরের পড়ুয়া


যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে দুর্গাপুরের পড়ুয়া। দুশ্চিন্তার প্রহর গুনছেন বাবা-মা। ইজরায়েল যুদ্ধ পরিস্থতি ক্রমশ হয়ে উঠেছে ভয়াবহ। সেদেশে আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয়। তারমধ্যে রয়েছেন দুর্গাপুরের মেয়ে ডাক্তারি পড়ুয়া মনশ্রী চট্টোপাধ্যায় সহ একাধিক পড়ুয়াও। এই ভয়াবহ পরিস্থিতিতে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন মনশ্রীর বাবা সুশান্ত কুমার চট্টোপাধ্যায় ও মা বাসন্তী চট্টোপাধ্যায়। চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের।দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল আম্বুজা এলাকার বাসিন্দা মনশ্রী চট্টোপাধ্যায় ইজরায়েলের তেল হাবিবের একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট বিষয় নিয়ে পড়াশুনা করতে গিয়েছেন। গত বছর সেপ্টেম্বরে তিনি সেদেশে পাড়ি দেন। এ পর্যন্ত বেশ ঠিকঠাকই চলছিল কিন্তু শনিবার আচমকা ইজরায়েলের ওপর রকেট হামলা চালায় হামাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। দুপক্ষের সংঘর্ষে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। সেদেশে আটকে পড়েছে প্রায় ২০ হাজার ভারতীয়। ইসরায়েল থেকে মেয়েকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে ভারত সরকারের সাহায্যের আশায় দিন কাটাচ্ছেন পড়ুয়াদের পরিবারের লোকজনেরা। এদিকে গতকালই যুদ্ধের পরিস্থিতির মধ্যেই ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন অজয়’এর কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর । তিনি জানান ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিশেষ চার্টার্ড উড়ানের ব্যবস্থা করা করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। উদ্ধার প্রক্রিয়ার গতি আনতে প্রয়োজনে ভারতীয় বায়ুসেনার সাহায্য নেওয়ার কথাও বিবেচনা করছে মোদী সরকার বলে জানা গেছে। নিরাপদে ঘরের মেয়ে ঘরে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন মনশ্রীর বাবা সুশান্তবাবু ও মা বাসন্তীদেবী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *