আদালতে রনংদেহি স্ত্রী। ছেড়ে কথা বলেননি স্বামীও। স্বামী স্ত্রীর চুলোচুলিতে তোলপাড় দুর্গাপুর মহকুমা আদালত চত্বর। শুক্রবারে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার। পরিস্থিতি সামাল দিতে বেশ পেতে হয় পুলিশকে। সূত্র মারফত জানা গেছে এদিন, স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে দুর্গাপুর মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে আসেন ওই মহিলা। অন্যদিকে তার স্বামীও আসেন মহকুমা আদালত চত্বরে। স্বামীকে দেখা মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন তার স্ত্রী। ঝাঁপিয়ে পড়েন স্বামীর ওপর। শুরু হয় স্বামী স্ত্রীর চুলোচুলি। স্বামীর ফোন ভেঙে দেন স্ত্রী। পাল্টা স্বামীও স্ত্রীর ফোন কেড়ে নেন। স্বামী-স্ত্রীর এই কান্ডে স্তম্ভিত আদালতের আইনজীবী থেকে সাধারণ মানুষজন। আদালত চত্বরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে যায়। এই নাটকীয় মুহূর্ত দেখতে ভিড়ও জমে যায় চত্বরে। পরিস্থিতি বেগতিক দেখে দুর্গাপুর থানার পুলিশ কোনক্রমে তা স্বাভাবিক করেন।