শুভারম্ভ ঊর্বশী দুর্গোৎসবের


দেবীপক্ষের সূচনার আগেই থিম সঙ এর মাধ্যমে উদ্বোধন হল ঊর্বশী সার্বজনীন দুর্গোৎসবের। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এক টুকরো ছোট্ট মায়াপুর গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন কর্মকর্তারা। মায়াপুরের ইসকন মন্দিরের আদলেই সেজে উঠছে মন্ডপ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্বশী দুর্গাপুজো কমিটির সমস্ত কর্মকর্তারা। এদিন উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীব দে, সহ-সভাপতি বিনয় ঝা, শ্যামল গাঙ্গুলী, দিলীপ ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা। এই অনুষ্ঠানে পুজো কমিটির সভাপতি সঞ্জীব দে তাদের শারদ সংখ্যায় প্রকাশিত কবিতাটি পাঠ করেন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহেব চট্টোপাধ্যায়। এবছর ঊর্বশী দুর্গাপুজোর বাজেট ২৫ লক্ষ টাকা। মণ্ডপটি সেজে উঠবে ইসকন মন্দিরের আদলে এবং সেই সঙ্গে বিদেশি হিন্দুরা সপ্তমী ও অষ্টমীর দিন হরিনাম সংকীর্তন করবে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে। ইসকন যেহেতু কৃষ্ণগত আর দুর্গা হলেন বিষ্ণু ভক্তি প্রদাতা সে কারণে হরিনাম সংকীর্তন এবং দুর্গোৎসব একসাথে পালিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *