বিদায় বর্ষা। পুজোয় ফুরফুরে থাকবে আকাশ। আশ্বাসবাণী হাওয়া অফিসের। দেবিপক্ষের সূচনায় দুর্গোৎসবে মেতে উঠেছেন মানুষজন কিন্তু এই আনন্দের দিন গুলিতে বৃষ্টি অসুরের চোখ রাঙানিতে চিন্তায় কপালে ভাঁজ পড়েছিল মানুষের। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। পুজোর সময় কেমন থাকবে ওয়েদার সে নিয়ে এক সাংবাদিক বৈঠক করলেন তারা। পুজোর আগেই সুখবর। যা বাড়তি উন্মাদনা যোগ করল বাঙালির মনে। আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। উত্তরবঙ্গে মালদা থেকেও বিদায় বর্ষার। পূর্বাভাস আছে ১৭ থেকে ২৪ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা রাজ্যে প্রায় নেই বললেই চলে। ব্যতিক্রম শুধু দার্জিলিং ও কালিম্পং। ১৭ এবং ১৮ তারিখ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ। আর পুজোর দিনগুলোতে ২১,২২,২৩,২৪ উপকূলের জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া।