পুজোর মুখে ফের মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। খনিশিল্পাঞ্চলে ডেঙ্গি আতঙ্ক। ডেঙ্গি মোকাবেলায় পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগে প্রতিবাদ বিজেপির। শুক্রবার গির্জা মোড় থেকে মিছিল করে পুরনিগম পর্যন্ত যান তারা। মিছিলে পা মেলান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পল সহ অন্যান্য নেতৃত্ব। পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগে বিজেপির এই গণডেপুটেশনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, পানীয় জলের সংকট দূর করা, রাস্তাঘাটের বেহাল অবস্থা মেরামত করা সহ একাধিক দাবি নিয়ে এই মিছিল সংগঠিত হয়। বিজেপির অভিযোগ পুরপরিষেবা ভেঙে পড়েছে। এদিন প্রতীকী মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখানো হয়।