দুর্গাপুরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি শুক্রবার বিকেলে পরিদর্শন করলেন আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী। তিনি দুর্গাপুরের নবারুণ ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুজো মণ্ডপ থেকে প্রথম পরিদর্শন শুরু করেন। মণ্ডপের ও মণ্ডপ চত্বরে অগ্নিনির্বাপণের ব্যবস্থা খতিয়ে দেখেন কমিশনার। পাশাপাশি মণ্ডপের প্রবেশ ও বহির্দ্বার দর্শনার্থীদের জন্য কতটা নিরাপদ সেই বিষয়ে তিনি খতিয়ে দেখলেন। ট্রাফিক ব্যবস্থার নিয়েও মণ্ডপ চত্বর ঘুরে দেখেন। পুজো কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি। এদিন ওই মণ্ডপ ছাড়াও অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো মণ্ডপ ও চতুরঙ্গ ও ফুলঝোড় সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ সহ একাধিক বিগ বাজেটের মণ্ডপ পরিদর্শন করেন তিনি। ট্রাফিক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।