ভোর হতেই ঘাটে ঘাটে তর্পণ, সূচনা হল দেবীপক্ষের। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। প্রত্যেক বছরের মতো এবছরেও দুর্গাপুরের দামোদর নদের সমস্ত ঘাটে ঘাটে তর্পণ করতে দেখা গেল সাধারণ মানুষকে। ঘাটগুলিতে ভিড় ছিল নজরে পড়ার মতো। পাশাপাশি আগে থেকেই সুরক্ষা পরিকল্পনা মোতাবেক প্রস্তুত ছিল পুলিশও। মাইকিংও করে সতর্ক করা হচ্ছিল সাধারণ মানুষজনকে। মহালয়া পুরাণ, ধর্ম, কাব্য– সব কিছুতেই জড়িয়ে রয়েছে। এই সময়ে পিতৃলোকস্থিত পিতৃপুরুষের তৃষ্ণা নিবারণের জন্য মর্ত্য থেকে তাঁদের উদ্দেশ্য়ে জল দান করা হয়। পিতৃপুরুষকে জলদান করতে, স্মরণ করতে, শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন। দুর্গাপুর ব্যারেজে মহালয়ার দিন সকাল থেকেই শুরু হয়েছে তর্পণ। জলে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভক্তিভরে তর্পণ করতে দেখা যায়।