‘অমৃত কলস যাত্রা’র আগমন শিল্পাঞ্চলে। শুক্রবার এই যাত্রা এসে পৌঁছায় দুর্গাপুর শিল্পাঞ্চলে। “মেরি মাটি মেরা দেশ” কর্মসূচির অমৃত কলস যাত্রা এদিন সেন্ট্রাল রিজার্ভ পুলিশের গ্রুপ সেন্টারে আসে। এখানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের দুর্গাপুরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দেবব্রত ভট্টাচার্য, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মেডিকেল ডাঃ গিয়াসউদ্দিন, ডেপুটি কমান্ড্যান্ট রাজদীপ গুপ্ত, সন্দীপ, এলআর মুর্মু সহ শত শত সৈন্য ও অফিসারেরা।এই যাত্রাকে স্বাগত জানান তারা। প্রসঙ্গত গত ৩০ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০৩ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনিই। এই কর্মসূচির আওতায় দেশের শহিদ বীর ও বীরাঙ্গনাদের সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে ‘অমৃত কলস যাত্রা’-রও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচিতে দেশের বিভিন্ন থেকে প্রান্ত মাটি এবং গাছ নিয়ে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করবে ‘অমৃত কলস যাত্রা’। যে মাটি এবং গাছ দিয়ে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে অমৃত বটিকা গড়ে তোলা হবে। আর বটিকা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের প্রতীক’ হয়ে উঠবে।