মেকাম আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক


আসানসোল দুর্গাপুর সাবডিভিশনাল মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আজ একটি প্রেস মিটের আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের একটি অভিজাত হোটেলে। এই অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মেকআপ আর্টিস্ট অংশগ্রহণ করেন। সংস্থার প্রেসিডেন্ট নীনা শিকদার, ভাইস প্রেসিডেন্ট মৌপর্ণা অধিকারী ও চয়েস ফাউন্ডেশন এর চেয়ারম্যান কৃষ্ণেন্দু লায়েক অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন। তাদের বক্তব্য দুর্গাপুর আসানসোলের প্রতিটি মেকআপ আর্টিস্টকে এক ছাতার তলায় এনে তাদের সব রকম সহযোগিতা, সহায়তা এবং তাদের প্রশিক্ষণ এর ব্যবস্থা সবই করবে আসানসোল দুর্গাপুর সাব ডিভিশনাল মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন। এদিন
প্রেসিডেন্ট নীনা শিকদার বলেন, আমাদের আর্টিস্টরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। কোন ব্যক্তি নির্ধারিত অর্থের বিনিময়ে মেকআপ করানোর পর সঠিক অর্থ প্রদান করে না এটা একটা বড় সমস্যা। অন্যদিকে মৌপর্ণা অধিকারী বলেন, দূরদূরান্ত থেকে আর্টিস্টদের কাজে যেতে হয় এমনকি প্রত্যন্ত গ্রামে গিয়ে ফিরে আসার কোনো ব্যবস্থা থাকে না তখন তারা বাধ্য হন সেখানেই থেকে যেতে। তাদের যে নুন্যতম চাহিদা সে গুলিও পূরণ করা হয় না। তাই এই সমন্বয় বা এই সংহতি, তাদের একটা জায়গায় এক ছাতার তলায় এনে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করাই উদ্দেশ্য। চেয়ারম্যান কৃষ্ণেন্দু লায়েক বলেন, চয়েস ফাউন্ডেশনে বর্তমান সদস্য ৩০০০। কিন্তু আমাদের ফাউন্ডেশনের বাইরেও যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা পথ চলতে চাই। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে বিশাল এক সংগঠন গড়ে তুলতে চাই। আগামী ডিসেম্বরে তাদের একটি ফেস্টিভেল করার কথাও তিনি জানান।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *