দুর্গাপুরে এলেন টলি অভিনেত্রী। বুধবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে অবস্থিত ‘অনুরাগ ইনফোমার্ট- সমীর ডিজিটাল’ শোরুমে এক নামি সংস্কার নতুন মোবাইল লঞ্চের অনুষ্ঠানে আসেন রাজনন্দিনী। অভিনেত্রীর হাত ধরেই ওপেনিং হল নতুন মোবাইল সিরিজের। আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে ক্রেতাদের জন্য এক দুর্দান্ত উপহার নিয়ে এসেছে অনুরাগ ইনফোমার্ট। ১০ হাজার টাকার ওপরে মোবাইল কেনাকাটায় থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতারা পেয়ে যাবেন ই-বাইক, ইন্ডাকসেন এছাড়াও পাঁচজন লাকি কাস্টমার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনা খরচের দিঘা যাওয়ার সুযোগ। এখানেই শেষ নয় লাকি কাস্টমারদের জন্য ভুঁড়িভোজের আয়োজন করা হবে দুর্গাপুরের এক নামি রেঁস্তোরায়। এছাড়াও থাকছে প্রত্যেক কেনাকাটার উপর আকর্ষণীয় উপহারের বন্দোবস্ত। আগামী এক মাস এই অফার চলবে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল এ