সাত সকালে শুট আউট। পুজোর মুখে খনিশিল্পাঞ্চলে চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে খুন সুদ কারবারি।ঘটনাটি ঘটেছে কুলটির চিনাকুড়ি এলাকায়। মৃত ব্যক্তি বছর পঞ্চাশের শম্ভু মিশ্র। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও চায়ের দোকানে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক সেই সময় বাইকে চড়ে আসা কয়েকজন দুষ্কৃতী শম্ভু পণ্ডিতকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন দুষ্কৃতীরা মোট ছয় রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা গেছে। সাত সকালে জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পূজোর মুখে এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শহর জুড়ে চিরুনি তল্লাশি ও সীমান্ত এলাকায় চলছে নাকা চেকিং। সামনেই ঝাড়খন্ড বর্ডার সে কারণেই দুষ্কৃতীরা ভিন রাজ্যে গা ঢাকা দিতে পারে বলে অনুমান পুলিশের। সীমান্তের এলাকাগুলি বরাকর, ডুবুরডি চেকপোস্ট, রূপনারায়ণপুর চেকপোস্ট, রুনাকুড়াঘাট চেকপোস্টে এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি রাস্তাঘাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলি.