Durga Puja 2023: দোরগোড়ায় দুর্গাপুজো। আর কয়েকটা দিন পরেই শারদ উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি। কলকাতাকে টক্কর দিতে প্রস্তুত জেলার পুজোগুলো। পূজোতে বৃষ্টি হবে কি হবে না সেই ভাবনাকে শিকেয় তুলে চারিদিকে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আনন্দ উৎসবে শহরের নিরাপত্তা বজায় রাখতে প্রস্তুত প্রশাসন। সেই লক্ষ্যে সোমবার দুর্গাপুর সাব ডিভিশনের সমস্ত পুজো কমিটিগুলোকে নিয়ে এক বৈঠক সারল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এদিন বিকেলে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই বৈঠকে কমিশনারেটের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, দুর্গাপুরে মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধি, দুর্গাপুর দমকল বিভাগের প্রতিনিধি, দুর্গাপুর ইস্পাত কারখানার প্রতিনিধি, এসিপি তথাগথ পান্ডে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক সহ অন্যান্যরা। রাস্তাঘাটের যান চলাচল নিয়ন্ত্রণে রাখা, দুর্গাপুরের বিগ বাজেটের পুজো গুলিতে ভিড় উপচে পড়ে দর্শনার্থীদের তাই মণ্ডপগুলিতে প্রবেশ ও বাহির নির্দিষ্ট করা ও রাস্তা যথেষ্ট প্রশস্ত করার নির্দেশ দেয়া হয়, একইসাথে ট্রাফিক ব্যবস্থা সুনিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। ইউনেস্কোর স্বীকৃতি মেলায় আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব বেড়েছে বাঙ্গালির দুর্গাপুজোর। শারদ উৎসবের আনন্দ উদ্দীপনায় যাতে কোনরকম ছেদ না পড়ে সেকারণে জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। বাড়তি নিরাপত্তা, রাস্তায় ব্যারিকেড বসানো থেকে চারিদিক সিসিটিভির নজরদারিতে থাকবে প্রশাসনের। এই বৈঠকের শেষে এদিন পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের হাতে