জগন্নাথ দর্শনে বিধি নিষেধ। শালীন পোশাক ছাড়া মিলবে না শ্রীক্ষেত্রে প্রবেশের অনুমতি। ছেঁড়া জিন্স বা হাফ প্যান্টে ‘নো-এন্ট্রি’। দেব দর্শনে অনেক পূণ্যার্থীরাই মন্দির উপযোগী পোষাক পরে আসছেন না বলে অভিযোগ পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। আগামী বছর ১লা জানুয়ারি থেকে কড়াকড়ি ভাবে চালু হচ্ছে এই নিয়ম। জানা গিয়েছে, একাধিকবার উঠে আসা অভিযোগের ভিত্তিতে জগন্নাথধামে এবার নয়া পোশাকবিধি চালুর সিদ্ধান্ত নিল শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন। জানা যাচ্ছে, আগামী ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে এই বিধি লাগু হতে চলেছে দর্শণার্থীদের উপর। হাত কাটা জামা, ছেঁড়া জিন্স, হাফ প্যান্টে প্রবেশ করা যাবে না মন্দিরে। মন্দিরে প্রবেশের জন্য পরতে হবে সভ্য পোশাক ।সেবাইতদের জন্য আগেই পোশাকবিধি চালু হয়েছিল। এবার ভক্তদের জন্যও ‘ড্রেস কোর্ড’ চালু করা হল। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। স্পষ্টভাবে এও জানিয়ে দেওয়া হয়েছে মন্দির হল ঈশ্বরের বাসস্থান, মনোরঞ্জনের জায়গা নয়। সেক্ষেত্রে জগন্নাথ ধামের ঐতিহ্য, রীতিনীতি ও পবিত্রতা বজায় রাখতে মন্দির উপযোগী পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে সমস্ত পোশাক পরে সমুদ্র সৈকতে ঘোরাফেরা করা যায় বা পার্ক-হোটেল-রেস্তোরাঁতে যাওয়া যায় সেরকম কোন পোশাক পরে আসা যাবে না মন্দিরে। সিংহদুয়ারের মুখে এবং মন্দিরের ভিতরে নিরাপত্তারক্ষী ও সেবাইতরা থাকবেন। অশালীন পোশাক পরা পুণ্যার্থীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হবে। প্রসঙ্গত দক্ষিণ ভারতের বেশ কয়েকটি মন্দিরে পোশাকবিধি লাগু হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মথুরায় রাধারানি মন্দিরে এবং উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরেও ভদ্র পোশাক পরে প্রবেশ করার নির্দেশ জারি করা হয়েছে। এবার এই তালিকায় সংযুক্ত হল পুরীর জগন্নাথ মন্দির
Durgapur City Portal is proudly powered by WordPress